গুয়াহাটিঃ পেঁয়াজের মূল্য আকাশ ছোঁয়ার আগে খাদ্য ও অসামরিক সরবরাহ বিভাগ এবছর প্ৰচুর পরিমাণে পেঁয়াজ আগাম সংগ্ৰহ করার সিদ্ধান্ত নিয়েছে। বিভাগ খুব শীঘ্ৰই ন্যাশনাল এগ্ৰিকালচারাল কো-অপারেটিভ মার্কেটিং ফেডারেশন অফ ইন্ডিয়া লিমিটেডের মাধ্যমে ১০০০ মেট্ৰিক টন পেঁয়াজ সংগ্ৰহ করবে। আবশ্যক পণ্যের মূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে এবং সারা বছর মূল্য বৃদ্ধি ঠেকানোর অংশ হিসেবেই দিশপুর এই পদক্ষেপ নিতে চলেছে। অর্থবিভাগ পেঁয়াজের মতো আবশ্যক পণ্য সংগ্ৰহে ভাড়ার গড়ার জন্য খাদ্য ও সরবরাহ বিভাগকে ৫০ কোটি টাকা মঞ্জুর করেছে।