নয়াদিল্লিঃ কেন্দ্ৰীয় সরকার দেশের বিভিন্ন রাজ্যে নতুন রাজ্যপাল নিয়োগ ও বদলির একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। প্ৰবীণ বিজেপি নেতা ললিত ট্যান্ডনকে বিহারের রাজ্যপাল হিসেবে নিয়োগ করা হয়েছে। উত্তরাখণ্ডে কে কে পালকে সরিয়ে তাঁর জায়গায় রাজ্যপালের দায়িত্ব অর্পণ করা হয়েছে বেবি রানি মৌর্যর ওপর। কেন্দ্ৰীয় সরকার সত্যদেব নারায়ণ আর্যকে হরিয়ানার রাজ্যপাল পদে নিয়োগ করেছে। হরিয়ানার বর্তমান রাজ্যপাল ক্যাপ্টেন সিং সোলাঙ্কিকে দেওয়া হয়েছে ত্ৰিপুরার রাজ্যপালের দায়িত্ব। মেঘালয়ের রাজ্যপাল গঙ্গা প্ৰসাদ এখন সিকিমের রাজ্যপাল হচ্ছেন। ত্ৰিপুরার রাজ্যপাল তথাগত রায়ের কাঁধে সঁপে দেওয়া হয়েছে মেঘালয়ের রাজ্যপালের দায়িত্ব। এই নিয়োগ কার্যকর হবে যেদিন থেকে উল্লিখিত পদাধিকারীরা তাদের নতুন দায়িত্ব বুঝে নেবেন। রাষ্ট্ৰপতি ভবনের এক ইস্তাহারে জানানো হয়েছে একথা।