সংবাদ শিরোনাম

যৌন অপরাধ,ধর্ষণের অবসান চান প্ৰধানমন্ত্ৰী মোদি

Sentinel Digital Desk

নয়াদিল্লিঃ দেশের বিভিন্ন প্ৰান্তে ঘটে চলা বর্বরোচিত ধর্ষণ কাণ্ডের ব্যাপারে অবশেষে নীরবতা ভাঙলেন প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্ৰ মোদি। বুধবার প্ৰধানমন্ত্ৰী বলেন,মহিলাদের প্ৰতি এই নীচ ও বর্বর মানসিকতার অবসান ঘটাতেই হবে। এব্যাপারে বিচার ব্যবস্থার স্থানই হবে ঊর্ধ্বে। ‘ধর্ষণের মতো জঘন্য মানসিকতা থেকে আমরা আমাদের সমাজ ও দেশকে মুক্ত করতেই হবে’। লালকেল্লায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে ভাষণ দেবার সময় বেশ কড়া মেজাজে কথাগুলি বলেন মোদি।