সংবাদ শিরোনাম

রাজ্যে আটটি আসনে প্ৰার্থীদের নাম ঘোষণা করল বিজেপি,কলিয়াবরে অগপ-র প্ৰার্থী মণিমাধব মহন্ত

Sentinel Digital Desk

গুয়াহাটিঃ লোকসভা নির্বাচনের দিম ক্ৰমেই ঘনিয়ে আসছে। রাজনৈতিক দলগুলির মধ্যে তৎপরতা বেড়েছে দ্বিগুণ। রাজ্যে ১৪টি লোকসভা আসনের জন্য বিজেপি এখনও পর্যন্ত আটজন প্ৰার্থীর নাম ঘোষণা করতে পেরেছে। নির্বাচনী দৌড় থেকে বর্তমানের তিনজন সাংসদকে বাদ দিয়েছে দল। তেজপুর ও নগাঁও কেন্দ্ৰে বিজেপি কাকে প্ৰার্থী করবে তা নিয়ে রীতিমতো হিমশিম খাচ্ছে দল।

কংগ্ৰেস ইতিমধ্যেই ১০ জন প্ৰার্থীর নাম ঘোষণা করেছে। ওদিকে বিজেপি-র শরিক দল অসম গণ পরিষদ(অগপ)কলিয়াবর লোকসভা কেন্দ্ৰে মণিমাধব মহন্তের নাম প্ৰার্থী হিসেবে ঘোষণা করেছে। এআইইউডিএফ দল এখনও পর্যন্ত কোনও প্ৰার্থীর নাম ঘোষণা করেনি। বিজেপি মিত্ৰ জোট অগপকে তিনটি আসন ছেড়ে দিয়েছে। এই তিনটি আসন হচ্ছে কলিয়াবর,ধুবড়ি ও বরপেটা। বিজেপি আরও এক মিত্ৰ দল বোড়োল্যান্ড পিপলস ফ্ৰণ্টকে(বিপিএফ)কোকরাঝাড় কেন্দ্ৰ ছেড়ে দিয়েছে। এই কেন্দ্ৰে বর্তমান মন্ত্ৰী প্ৰমীলা রানি ব্ৰহ্মের নাম বিপিএফ-এর প্ৰার্থী হিসেবে ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে।

বিজেপি-র যে তিনজন বর্তমান সাংসদ এবার নিজেদের সংশ্লিষ্ট কেন্দ্ৰে নির্বাচনী দৌড় থেকে বাদ পড়েছেন,তাঁরা হলেন রমেন ডেকা,বিজয়া চক্ৰবর্তী এবং কামাখ্যা প্ৰসাদ তাসা। বিজেপির আটজন প্ৰার্থী হলেন বর্তমান সাংসদ রামেশ্বর তেলি(ডিব্ৰুগড়),বিদ্যুৎ মন্ত্ৰী তপন গগৈ(যোরহাট),বর্তমান সাংসদ প্ৰদান বরুয়া(লখিমপুর),কুইন ওজা(গুয়াহাটি),দিলীপ শইকিয়া(মঙ্গলদৈ),হরেন সিং বে(স্বশাসিত পরিসদ ডিফু),রাজদীপ রায়(শিলচর)এবং কৃপানাথ মাল্লা(করিমগঞ্জ)। তেজপুরের সাংসদ আরপি শর্মা বিজেপিতে ইস্তফা দেওয়ায় এই কেন্দ্ৰে প্ৰার্থী বাছাই নিয়ে বিভ্ৰান্তির মুখে পড়েছে বিজেপি। ওদিকে নগাঁওয়ের সাংসদ রাজেন গোঁহাই এবার নৈতিক কারণে নির্বাচনী দৌড় থেকে নিজেকে গুটিয়ে নিয়েছেন। তাই নগাঁও কেন্দ্ৰে বিজেপি কাকে প্ৰার্থী করবে তা এখন ঠিক করে উঠতে পারেনি।

এদিকে,বিজেপির বর্তমান পাঁচ সাংসদের মধ্যে ৪ জনই ১১ এপ্ৰিল প্ৰথম দফার নির্বাচনে প্ৰতিদ্বন্দ্বিতার সম্মুখীন হচ্ছেন। এই চারটি আসনে কংগ্ৰেস-বিজেপির মধ্যে সরাসরি লড়াই হবে। কলিয়াবর কেন্দ্ৰে অগপর মণিমাধব মহন্ত এবং বর্তমান কংগ্ৰেস সাংসদ গৌরব গগৈর মধ্যে লড়াই জমে উঠবে বলে মনে করা হচ্ছে।

যোরহাটে বিজেপির তপন কুমার গগৈ ও কংগ্ৰেসের সুশান্ত বরগোঁহাইর মধ্যে জোর লড়াই হবে। লখিমপুরে বিজেপির প্ৰদান বরুয়া ও কংগ্ৰেস প্ৰার্থী অনিল বরগোঁহাইর মধ্যে লড়াই হবে সরাসরি। ডিব্ৰুগড় কেন্দ্ৰে রামেশ্বর তেলি সরাসরি লড়াইয়ের সম্মুখীন হচ্ছেন কংগ্ৰেসের হেভিওয়েট প্ৰার্থী পবন সিং ঘাটোয়ারের। বাকি দুটি আসনে বিজেপি এখনও প্ৰার্থী বাছাইয়ের কাজ সেরে উঠতে পারেনি। ওদিকে তেজপুর কেন্দ্ৰে কংগ্ৰেসের প্ৰার্থী হয়েছেন এমজিভিকে ভানু। শিলচর কেন্দ্ৰে কংগ্ৰেসের বর্তমান সাংসদ সুস্মিতা দেব বিজেপির রাজদীপ রায়ের প্ৰবল চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছেন। করিমগঞ্জ কেন্দ্ৰে বিজেপির কৃপানাথ মাল্লার কংগ্ৰেসের স্বরূপ দাসের সঙ্গে লড়াই জমবে। মঙ্গলদৈ কেন্দ্ৰে বর্তমান কংগ্ৰেস সাংসদ ভুবনেশ্বর কলিতা বিজেপির তরুণ প্ৰার্থী দিলীপ শইকিয়ার চ্যালেঞ্জের মোকাবিলা করবেন।