সংবাদ শিরোনাম

রাজ্যে চূড়ান্ত সচিত্ৰ ভোটার তালিকা প্ৰকাশিত

Sentinel Digital Desk

গুয়াহাটিঃ ভারতীয় নির্বাচন কমিশনের(ইসিআই)নির্দেশে বুধবার রাজ্যে প্ৰকাশিত হয়েছে চূড়ান্ত সচিত্ৰ ভোটার তালিকা। ভোটার তালিকা প্ৰকাশের সঙ্গে সঙ্গে রাজ্য নির্বাচন বিভাগ লোকসভা নির্বাচন পরিচালনার জন্য এখন প্ৰায় পুরোদস্তর প্ৰস্তুত। সদ্য ঘোষিত ভোটার তালিকা অনু্যায়ী অসমে এবার মোট ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ২,১৭,৬০,৬০৪ জন। এরমধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ১,১১,৩২,৭৮২ জন। মহিলা ভোটারের সংখ্যা ১,০৬,২৭,৮২২ জন।

২০১৮ সালের ভোটার তালিকায় মোট ভোটার ছিলেন ২,১২,৪৭,৮৫৪ জন। এই হিসেবে অনু্যায়ী ২০১৯ সালে রাজ্যে ভোটারের সংখ্যা বেড়েছে ৫,১২,৭৫০ জন। ২০১৮ থেকে রাজ্যে মোট ভোটার বেড়েছে ২.৪২ শতাংশ। ২০১৯ সালে জেলাওয়াড়ি নগাঁওয়ে সবচেয়ে বেশি সংখ্যক ১৩,৯১,৯৯৩ জন ভোটার রয়েছেন। দিশপুর বিধানসভা কেন্দ্ৰে সর্বোচ্চ সংখ্যক ৩,৭৯,২৯৮ জন ভোটারের নাম নথিভুক্ত হয়েছে। সর্বনিম্ন ১,০৭,৮৯৫ জন ভোটারের নাম নথিভুক্ত হয়েছে থাওরা বিধানসভা কেন্দ্ৰে। কামরূপের(মেট্ৰো)অন্য তিনটি কেন্দ্ৰ জালুকবাড়িতে ১,৯২,২২৯,গুয়াহাটি(পূর্ব)২,২৪,৪১২ এবং গুয়াহাটি(পশ্চিম)কেন্দ্ৰে ২,৭৪,১৯৩ জন ভোটারের নাম নথিভুক্ত হয়েছে। মুখ্যমন্ত্ৰী সর্বানন্দ সোনোয়ালের মাজুলি বিধানসভা কেন্দ্ৰে ভোটার সংখ্যা নথিভুক্ত হয়েছে সাকুল্যে ১,২৫,০১৬ জন।