সংবাদ শিরোনাম

রাজ্যে বন্যা পরিস্থিতি এখনও অপরিবর্তিত

Sentinel Digital Desk

গুয়াহাটিঃ রাজ্যে প্ৰথম দফার বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১২ জনে দাঁড়াল। বন্যার পাশাপাশি ভূমিস্খলনও অব্যাহত রয়েছে বিভিন্ন স্থানে। প্ৰাপ্ত রিপোর্ট অনুযায়ী বন্যা এপর্যন্ত ৯ জনের প্ৰাণ কেড়ে নিয়েছে। ভূমিস্খলনের শিকার হয়েছেন তিনজন। রাজ্য প্ৰাকৃতিক দুর্যোগ কর্তৃপক্ষের মতে,রবিবার ৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে কাছাড়ে ৩ জন,করিমগঞ্জ ও হাইলাকান্দিতে একজন করে ব্যক্তি বন্যার শিকার হন। বরাক উপত্যকায় বন্যা পরিস্থিতি এখনও শোচনীয় অবস্থায় রয়েছে। মন্ত্ৰী কেশব মহন্ত হাইলাকান্দি জেলায় গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখেছেন।