সংবাদ শিরোনাম

রাজ্যের বিভিন্ন এনআরসি সেবাকেন্দ্ৰে নাম ছুটদের ভিড়

Sentinel Digital Desk

গুয়াহাটিঃ এনআরসি-র খসড়া থেকে নাম ছুট সহস্ৰাধিক মানুষ শুক্ৰবার রাজ্যের ২,৫০০টি সেবা কেন্দ্ৰে ভিড় জমান,খসড়ায় কেন তাঁদের নাম উঠলো না সে সম্পর্কে নিশ্চিত হতে।

অধিকাংশ সেবাকেন্দ্ৰে একটা হুলুস্থুল পরিবেশ সৃষ্টি হতে দেখা গেছে। নাম ছাঁটার কারণ জানতে মানুষ সারি দেন। লাইনে দাঁড়ানো নাম ছুটদের প্ৰশ্নের জবাব দিতে সেবাকেন্দ্ৰগুলিতে কর্মীদের উপস্থিতির হার ছিল নগণ্য। মুষ্টিমেয় কয়েকজন স্টাফের পক্ষে ভিড় সামলানো কঠিন দাঁড়ায়। এদিকে নাম ছুটরা অভিযোগ করেছেন,লাইনে কয়েক ঘণ্টা দাঁড়ানোর পরও ওজর আপত্তি দাখিলের জন্য তাঁরা ফর্ম সংগ্ৰহ করতে পারেননি।

উল্লেখ্য,এনআরসি-র সম্পূর্ণ খসড়া প্ৰকাশিত হয় গত ৩০ জুলাই। ওই খসড়া থেকে বাদ পড়ে ৪০ লক্ষাধিক মানুষের নাম। এনআরসি কর্তৃপক্ষ ইতিপূর্বে জানিয়েছিলেন সেবাকেন্দ্ৰগুলি ৭ আগস্ট খুলবে। নাম ছুট ব্যক্তিরা তাদের আবেদন কেন খারিজ হলো তার কারণ জানতে পারবেন এবং দাখিল করতে পারবেন ওজর আপত্তি। সেবাকেন্দ্ৰগুলিতে ওজর আপত্তি জানানোর ফর্ম পাওয়া যাবে এবং তা দাখিলের কাজ ৩০ আগস্ট থেকে শুরু হয়ে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত চলবে।