সংবাদ শিরোনাম

লামডিং রেলস্টেশনে আটক তিন রোহিঙ্গা

Sentinel Digital Desk

নগাঁওঃ লামডিং রেলওয়ে পুলিশ স্থানীয় কয়েকজন সাংবাদিকের সাহায্যে রবিবার লামডিং রেল স্টেশন থেকে সন্দেহভাজন তিন রোহিঙ্গা মুসলিমকে গ্ৰেপ্তার করে। ধৃতদের কাছ থেকে আরবি ভাষায় লেখা ১৩টি নথিপত্ৰ বাজেয়াপ্ত করা হয়েছে।

সূত্ৰটির মতে,আটক রোহিঙ্গারা মায়ানমার থেকে অনুপ্ৰবেশ করেছিল। ধৃতদের সামশু আলম(৫১),শমসের আলম(৩২)এবং সাবির আহমেদ(৬৪)নামে শনাক্ত করা গেছে।

প্ৰাথমিক জিজ্ঞাসাবাদের পর এই তথ্য প্ৰকাশ্যে এসেছে যে তারা হায়দরাবাদ থেকে অসমে এসেছে। লামডিং রেলওয়ে থানায় এদের বিস্তারিতভাবে জেরা করা হয়। পুলিশ এবং অন্যান্য নিরাপত্তা সংস্থাগুলি গত কয়েক সপ্তাহে অসমের বিভিন্ন প্ৰান্ত থেকে বেশকিছু রোহিঙ্গাকে গ্ৰেপ্তার করে। ধৃতদের অধিকাংশই স্বীকার করেছে যে তারা প্ৰথমে মায়ানমার থেকে বাংলাদেশে ঢোকে এবং ওখান থেকে আগরতলার আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে অসমে প্ৰবেশ করে।