সংবাদ শিরোনাম

লোকসভা,বিধানসভার নির্বাচন একইসঙ্গে করানো নিয়ে আলোচনা জমে উঠছেঃ নরেন্দ্ৰ মোদি

Sentinel Digital Desk

নয়াদিল্লিঃ লোকসভা ও বিধানসভার নির্বাচন একইসঙ্গে করানোর সম্ভাবনা নির্বাচন কমিশন(ইসি)উড়িয়ে দেওয়ার কয়েকদিন পর প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্ৰ মোদি রবিবার বলেন,দুটো নির্বাচন একই সঙ্গে করানোর সম্ভাবনা নিয়ে আলোচনা ক্ৰমেই জমে উঠছে। কারণ জনগণ এব্যাপারে তাঁদের মতামত শেয়ার করছেন।

‘কেন্দ্ৰ ও রাজ্যগুলির নির্বাচন একইসঙ্গে করানো নিয়ে দেশে আলোচনার একটা জোরদার পরিবেশ সৃষ্টি হয়েছে। একই সঙ্গে লোকসভা ও বিধানসভার নির্বাচন করানোর পক্ষে ও বিপক্ষে জনগণ তাদের মতামত প্ৰকাশ করতে শুরু করেছেন। সুস্থ গণতন্ত্ৰের ক্ষেত্ৰে এটা একটা শুভ লক্ষণ’-মোদি তাঁর ৪৭তম মাসিক বেতার অনুষ্ঠান ‘মন কি বাত’-এ কথাগুলি বলেন।

মোদি আরও বলেন,প্ৰাক্তন প্ৰধানমন্ত্ৰী অটলবিহারী বাজপেয়ী নির্বাচনী প্ৰক্ৰিয়ার একটা মৌলিক সংস্কার সাধন করা ছাড়াও জনপ্ৰতিনিধিত্ব সম্পর্কিত ত্ৰুটি বিচ্যুতিগুলি সৎসাহসের সঙ্গে অপসারণ করেছিলেন। গণতন্ত্ৰকে সবল করতে তুলতে খোলা মনে এবং মানুষের সঙ্গে সরাসরি আলোচনায় অটলজির এই প্ৰয়াসের জন্যই তিনি শ্ৰদ্ধার পাত্ৰ।