সংবাদ শিরোনাম

শিবসাগরে জাপানি এনকেফেলাইটিসে ১২ জনের মৃত্যু

Sentinel Digital Desk

জয়সাগরঃ মরশুমের প্ৰথম দফার বন্যা ও ভূমিস্খলনে রাজ্যের অন্যান্য অঞ্চলের সঙ্গে শিবসাগর জেলায়ও ব্যাপক ক্ষতি হয়েছে। বন্যা,ভূমিস্খলনে জেলার ৫৯টি গ্ৰামের প্ৰায় ১৫ জাহার গ্ৰামবাসী ক্ষতিগ্ৰস্ত হয়েছেন। তবে গত শুক্ৰবার থেকে জেলায় বন্যা পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে। বন্যা পরবর্তী সময়ে জেলার ৬৫টি গ্ৰামে জাপানি এনকেফেলাইটিস থাবা বসিয়েছে। ২৫ জন রোগীকে ডিব্ৰুগড় আসাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে উন্নত চিকিৎসার জন্য। এবছর এই রোগে জেলায় এপর্যন্ত ১২ জনের মৃত্যু হয়েছে।