ডিব্ৰুগড়ঃ দেশের অন্যান্য অঞ্চলের সঙ্গে এখানেও মুসলিম ধর্মাবলম্বীরা বৃহস্পতিবার থেকে রমজানের উপবাস শুরু করেছেন। মুসলিম ক্যালেন্ডার অনু্যায়ী রমজান মাস অত্যন্ত পবিত্ৰ। আরবিতে রমজানকে বলা হয় রামাদন।