সংবাদ শিরোনাম

সব প্ৰধান সড়কের কাজ ২০২০-এর মধ্যে শেষ করতে মুখ্যমন্ত্ৰীর নির্দেশ

Sentinel Digital Desk

শোচনীয় সড়কের জন্য রাজ্যের বিভিন্ন স্থানে মানুষের মনে ক্ষোভ,উষ্মা লেগেই আছে। এরই পরিপ্ৰেক্ষিতে মুখ্যমন্ত্ৰী সর্বানন্দ সোনোয়াল জনগণের ক্ষোভ প্ৰশোমনের লক্ষ্যে সোমবার ঘোষণা করেন ২০২০ মধ্যে রাজ্যের প্ৰধান সড়কগুলি সারিয়ে তোলা হবে। পূর্ত বিভাগের এক পর্যালোচনা সভায় সোনোয়াল এ বছর অক্টোবর থেকে এপ্ৰিলের মধ্যে সড়ক-সেতুর কাজ সম্পূর্ণ করতে সংশ্লিষ্ট বিভাগের কর্মীদের নির্দেশ দেন। বিধায়কদের নিজের কেন্দ্ৰে প্ৰয়োজন ও চাহিদার প্ৰতি লক্ষ্য রেখে নতুন সড়ক নির্মাণের জন্য পরামর্শ রাখতেও বলেছেন মুখ্যমন্ত্ৰী।