সংবাদ শিরোনাম

সবাইকে ভোটাধিকার প্ৰয়োগ করার আহ্বান সত্ৰাধিকার বলিষ্ঠ দেবশর্মার

Sentinel Digital Desk

গুয়াহাটিঃ ‘কোনও নাগরিক যদি নিজের ভোটাধিকার প্ৰয়োগ না করেন তাহলে সংশ্লিষ্ট ব্যক্তি রাষ্ট্ৰের প্ৰতি অন্যায়,অবিচার করার সমতুল্য বলেই গণ্য হবেন’। এই মন্তব্য করেছেন নিম্ন অসমের ঐতিহাসিক বরপেটা সত্ৰের সত্ৰাধিকার বশিষ্ঠ দেবশর্মা।

দ্য সেন্টিনেলের সঙ্গে কথা বলতে গিয়ে সত্ৰাধিকার দেব শর্মা বলেন,ভারতের নাগরিক হিসেবে প্ৰত্যেকেরই নিজের ভোটাধিকার প্ৰয়োগ করা উচিত। ‘আমি প্ৰতিজন ভোটারকে এগিয়ে এসে সঠিক প্ৰার্থীর পক্ষে ভোট দেওয়ার আবেদন জানাচ্ছি’।

কিছু বিধানসভা কেন্দ্ৰে কমহারে ভোট পড়া সম্পর্কে দেবশর্মা বলেন,‘কোনও ভোটার যদি ইচ্ছাকৃতভাবে ভোটদানে বিরত থাকেন তাহলে সংশ্লিষ্ট ব্যক্তি তাঁর গণতান্ত্ৰিক অধিকারকে কাজে লাগাচ্ছেন না বলেই ধরতে হবে। এমনটা হওয়া উচিত নয়। প্ৰত্যেক যোগ্য ভোটারকে এগিয়ে এসে সঠিক প্ৰার্থীকে ভোট দেওয়া উচিত’।

সঠিক প্ৰার্থী বলতে তিনি কাদের বোঝাতে চাইছেন জানতে চাওয়া হলে দেব শর্মা বলেন,‘সঠিক প্ৰার্থী বলতে তাকেই ধরা উচিত যাদের দেশ ও রাষ্ট্ৰের স্বার্থে কাজ করার মানসিকতা আছে। সেই প্ৰার্থীকে নীতিগত দিক থেকেই একজন প্ৰকৃত মানুষ হতে হবে,যিনি কর্তব্য সম্পাদনে সক্ষম। তবে প্ৰার্থীকে শুধু ভাল মানুষ বা ভাল চরিত্ৰের হলেই চলবে না। মানবতার প্ৰতিও অগাধ আস্থা থাকতে হবে। সাম্প্ৰদায়িক সম্প্ৰীতি রক্ষায়ও সংশ্লিষ্ট প্ৰার্থীকে কাজ করতে হবে। সমাজের প্ৰতিও তাঁর অবদান থাকা চাই। মোটর ওপর ভারত একটা ধর্মনিরপেক্ষ দেশ’।

দেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে দেবশর্মা বলেন,‘আমি যখন জন্মেছি সেই সময়ে দেশ ব্ৰিটিশের অধীনে ছিল। এরপর আমি স্বাধীন ভারতের নাগরিক হই। বিভিন্ন ক্ষেত্ৰে দেশের উন্নয়ন এখনও প্ৰত্যাশার ঊর্ধ্বে ওঠেনি’। ‘তবে প্ৰচার মাধ্যমের রিপোর্ট ও অন্যান্য দিক থেকে পাওয়া তথ্য অনু্যায়ী গত কয়েক বছরে সারা দেশে যে বেশকিছু উন্নয়নমূলক স্কিম রূপায়ণের কাজে হাত দেওয়া হয়েছে সেটা আমরা বুঝতে পারেছি’।

এবারের নির্বাচন সম্পর্কে আমি সর্বশক্তিমানের কাছে এটাই প্ৰার্থনা করবো তিনি যেন সঠিক প্ৰার্থী বাছাইয়ে ভোটারদের সাহা্য্য করেন,যারা ভারতের ঐতিহ্যপূর্ণ পরম্পরাকে এগিয়ে নিয়ে যেতে পারবে।