সংবাদ শিরোনাম

সবুজ চা পাতার ন্যায্য মূল্যের দাবিতে উজান অসমে ক্ষুদ্ৰ চা চাষিদের প্ৰতিবাদ

Sentinel Digital Desk

জয়সাগরঃ সবুজ চা পাতার ন্যায্য মূল্যের দাবিতে উজান অসমের জেলাগুলির ক্ষুদ্ৰ চা চাষিরা মঙ্গলবার প্ৰতিবাদ কর্মসূচি পালন করেন। ক্ষুদ্ৰ চা চাষিরা বলেছেন,বড়সড় বাগানের ফ্যাক্টরিগুলি সবুজ চা পাতার জন্য নূন্যতম মূল্যটুকুও তাদের দিচ্ছে না। ওই সব ফ্যাক্টরি টি বোর্ড অফ ইন্ডিয়ার(টিবিআই)বেঁধে দেওয়া দর লঙ্ঘন করে চলেছে বলে অভিযোগ করেছেন ক্ষুদ্ৰ চা চাষিরা। উজান অসম ক্ষুদ্ৰ চা উৎপাদক সংস্থার ডাকে মঙ্গলবার শিবসাগর ও চরাইদেউ জেলার ক্ষুদ্ৰ চা চাষিরা প্ৰতিবাদ ধরনা পালন করেন এই ইস্যু নিয়ে। আমগুড়ি মহকুমা, সোনারি মহকুমা,মরানহাট,শিবসাগর,ডিমৌ,নাজিরা ও গেলেকি মহকুমার ক্ষুদ্ৰ চা উৎপাদকরা বটলিফ ফ্যাক্টরি ও চা বাগান কার্যালয়ের সামনে মঙ্গলবার পৃথকভাবে ধর্মঘট পালন করেন।

উজান অসম চা উৎপাদক সংস্থার নেতারা অভিযোগ করেন,অধিকাংশ ক্ষুদ্ৰ চা উৎপাদকরা তাদের সবুজ চা পাতা বড় বাগানের ফ্যাক্টরিতে বিক্ৰি করতে বাধ্য হচ্ছেন। টি বোর্ড অফ ইন্ডিয়া(টিবিআই)সব বড় চা বাগানের ফ্যাক্টরিগুলির উদ্দেশে ইতিপূর্বে এক নির্দেশিকায় ২০১৭-১৮ সালে প্ৰতি কেজি সবুজ চা পাতার ন্যূনতম দর বেঁধে দিয়েছিল ২১,৬৭ টাকা। কিন্তু ওই নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে উজানের বড় বাগানের অধিকাংশ ফ্যাক্টরি প্ৰতি কেজি সবুজ চা পাতার জন্য ক্ষুদ্ৰ চা উৎপাদকদের ১৪ টাকা ও ১৭ টাকা দিচ্ছে। এরফলে ক্ষুদ্ৰ চা চাষিরা আর্থিক সংকটে ভুগছেন বলে উল্লেখ করেছে ক্ষুদ্ৰ চা উৎপাদক সংস্থা। সংস্থার নেতাদের মতে,সবুজ চা পাতার প্ৰতি কেজিতে উৎপাদন খরচ হচ্ছে ১২ থেকে ১৫ টাকা। এই পরিস্থিতিতে প্ৰতি কেজি ২০ টাকারও কম দরে সবুজ পাতা বিক্ৰি করতে হলে তাদের উৎপাদন ব্যয় পুষিয়ে ওঠা সম্ভব হচ্ছে না। তাছাড়া যেসব চা চাষি ব্যাংক ঋণ নিয়েছেন তাদের পক্ষে ঋণের বোঝা মেটানো সম্ভব নয়। সবকিছু বিচার বিবেচনা করে সংস্থা টি বোর্ডের নির্দেশ অনুযায়ী সবুজ পাতার মূল্য ২০ টাকা পর্যন্ত বৃদ্ধি করার দাবি করেছে। এদিনের ধর্মঘটে অংশ নেন শতাধিক ক্ষুদ্ৰ চাষি।