সংবাদ শিরোনাম

সিওল শান্তি পুরস্কারের অর্থ ‘নমামি গঙ্গে’ তহবিলে দান করলেন প্ৰধানমন্ত্ৰী মোদি

Sentinel Digital Desk

সিওলঃ প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্ৰ মোদিকে শুক্ৰবার এখানে সিওল শান্তি পুরস্কার দিয়ে সম্মানিত করা হয়। পুরস্কার গ্ৰহণ করে মোদি সেটি ভারতের জনগণের উদ্দেশে উৎসর্গ করেন। একইসঙ্গে পুরস্কারের গোটা অর্থ তিনি নমামি গঙ্গে তহবিলে দান করেছেন।

মর্যাদাসম্পন্ন পুরস্কারটি গ্ৰহণ করে কৃতজ্ঞতার সুরে মোদি বলেন,‘আমি মনে করি এই পুরস্কার আমার জন্য নয় গোটা ভারতের মানুষের জন্য। সারা ভারতের মানুষের হয়েই তিনি এই পুরস্কার গ্ৰহণ করেছেন। পুরস্কারটি পেয়ে আমি সম্মানিত বোধ করছি। তবে পুরস্কারটি গোটা ভারতের। গত পাঁচ বছরেরও কম সময়ে বিভিন্ন ক্ষেত্ৰে ভারত যে দক্ষতা ও সাফল্য দেখিয়েছে তারই ফলশ্ৰুতি এই পুরস্কার। জাতির কনক মহাত্মা গান্ধীর ১৫০তম জন্মবার্ষিকীতে এই পুরস্কার হাতে পেয়ে তিনি নিজেকে গর্বিত অনুভব করছেন’।

তিনি বলেন,প্ৰাচীন ভারতীয় দর্শন ‘বসুদেব কুটম্বকম’ অর্থাৎ সারা বিশ্ব একটাই পরিবার এই বার্তার স্বীকৃতিই হচ্ছে সিওল শান্তি পুরস্কার। ব্যক্তিগত উচ্চাকাঙ্খার ঊর্ধ্বে উঠে যাঁরা সমাজের হিত সাধনে ব্ৰতী রয়েছেন এই পুরস্কার তাঁদেরই জন্য।

পুরস্কারের পুরো অর্থ নমামি গঙ্গে তহবিলে দান করে প্ৰধানমন্ত্ৰী বলেন ‘আমি পুরস্কারের অর্থ ২০০.০০০ অর্থাৎ ১.৩০ কোটি টাকা গঙ্গা নদী শোধনে আমাদের প্ৰয়াস সফল করার লক্ষ্যে দান করছি। তিনি বলেন,গঙ্গা আমাদের লক্ষ লক্ষ মানুষের অর্থনৈতিক জীবনরেখা। তাই আমাদের সবার কাছে গঙ্গার পবিত্ৰতা অনস্বীকার্য।

বিশ্বের বুক থেকে সন্ত্ৰাসবাদ নির্মূলের কথাও এদিন ফের বলেছেন প্ৰধানমন্ত্ৰী। পাকিস্তানকে একহাত নিয়ে মোদি বিশ্বের বুক থেকে সন্ত্ৰাসের শিকড় উপড়ে ফেলতে সবদেশকে একজোট হয়ে সন্ত্ৰাসবাদী ও সন্ত্ৰাসে মদত দানকারী দেশগুলির উপর চাপ সৃষ্টি করার আহ্বান জানিয়েছেন।