সংবাদ শিরোনাম

সিবিএসই দ্বাদশ শ্ৰেণির চূড়ান্ত পরীক্ষায় উত্তর পূর্বে পাসের হার ৬৪.৪১ শতাংশ

Sentinel Digital Desk

গুয়াহাটিঃ এবছর সেণ্ট্ৰাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের(সিবিএসই)দ্বাদশ শ্ৰেণির চূড়ান্ত পরীক্ষায় উত্তর-পূর্বের আট রাজ্যের ৬৪.৪১ শতাংশ ছাত্ৰছাত্ৰী উত্তীর্ণ হয়েছে। বৃহস্পতিবার সিবিএসই দ্বাদশ শ্ৰেণির চূড়ান্ত পরীক্ষার ফল ঘোষণা করা হয়। গুয়াহাটি রিজিয়ন থেকে এই পরীক্ষায় অবতীর্ণ হয়েছিল ৫১,৩২২ জন ছাত্ৰছাত্ৰী। এরমধ্যে ৩৩,০৫৫ জন সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হয়েছে। ছাত্ৰদের পাসের হার ৬১.১০ শতাংশ। ছাত্ৰীসের উত্তীর্ণের হার ৬৭.৯২ শতাংশ। সিবিএসই-র অধীনে গুয়াহাটি রিজিয়নের আওতাধীন সিকিম সহ উত্তর পূর্বের আট রাজ্য।

কেন্দ্ৰীয় বিদ্যালয়ের পাসের হার ৯৫.৮৪ শতাংশ। জওহর নবোদয় বিদ্যালয়ের পাসের হার ৯০.৪০ শতাংশ। স্বতন্ত্ৰ অথবা বেসরকারি স্কুলগুলির উত্তীর্ণের হার ৭৯.২৯ শতাংশ এবং সরকারি স্কুলগুলির পাসের হার ৫৪.৯২ শতাংশ নথিভুক্ত হয়েছে।

সিবিএসই গুয়াহাটি জোনের অধীন অরুণাচল প্ৰদেশের সরকারি স্কুলগুলির পারফরম্যান্স বরাবরই নিম্ন মানের।

অন্যদিকে,উত্তরপ্ৰদেশের স্কুল থেকে দুটি ছাত্ৰী শীর্ষ স্থান পেয়েছে সিবিএসই দ্বাদশ শ্ৰেণির পরীক্ষায়।