সংবাদ শিরোনাম

সীমান্তে শান্তি সম্প্ৰীতি বজায় রাখতে সহমত প্ৰকাশ ভারত- চিনের

Sentinel Digital Desk

জোহানেসবার্গঃ সামরিক সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে সীমান্তে শান্তি সম্প্ৰীতি অক্ষুণ্ণ রাখতে ভারত ও চিন তাদের প্ৰতিশ্ৰুতির কথা পুনরায় উল্লেখ করেছে। এখানে বার্ষিক ব্ৰিকস শীর্ষ সম্মেলনের ফাঁকে প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্ৰ মোদি ও চিনের প্ৰেসিডেন্ট জি জিনপিঙের মধ্যে এক বৈঠকে এই সহমত প্ৰকাশ করা হয়।

ভারত-চিন সীমান্তে শান্তি সম্প্ৰীতি অটুট রাখতে ও যোগাযোগ বৃদ্ধিতে নিজেদের সেনাবাহিনীকে প্ৰয়োজনীয় নির্দেশ দিতে উভয় নেতাই সহমত পোষণ করেছেন। ভারতের বিদেশে সচিব বিজয় গোখলে বৃহস্পতিবার সন্ধ্যায় এখানে সাংবাদিকদের একথা জানান।