সংবাদ শিরোনাম

সুপ্ৰিম কোর্টের মুখ্য বিচারপতি রঞ্জন গগৈর পাশে দাঁড়ালেন গৌহাটি হাইকোর্টের আইনজীবীরা

Sentinel Digital Desk

গুয়াহাটিঃ গৌহাটি হাইকোর্টের বার অ্যাসোসিয়েশন সুপ্ৰিমকোর্টের মুখ্য বিচারপতি রঞ্জন গগৈর পাশে দাঁড়িয়েছে। গগৈর বিরুদ্ধে উত্থাপিত যৌন নির্যাতনের অভিযোগকে জঘন্য,ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্ৰণোদিত বলে অভিহিত করেছে আইনজীবী সংস্থা।

সোমবার বিকেলে গৌহাটি হাইকোর্ট প্ৰাঙ্গণে বার অ্যাসোসিয়েশনের এগজিকিউটিভ কমিটি এক জরুরি বৈঠকে মিলিত হন। ওই বৈঠকে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বলা হয়েছে,মুখ্য বিচারপতি গগৈ-এর ভাবমূর্তি ও সুনাম ক্ষুণ্ণ এবং সেইসঙ্গে বিচার ব্যবস্থার স্বাধীনতাকে কালিমালিপ্ত করতেই তাঁর বিরুদ্ধে ওই অভিযোগ আনা হয়েছে।

একজন মহিলা ওই অভি্যোগ এনেছেন যিনি পূর্বে সুপ্ৰিমকোর্টে জুনিয়র কোর্ট অ্যাসিস্টাণ্ট হিসেবে কাজ করেছেন।

ওই মহিলা শুক্ৰবার সিজেআই-র বিরুদ্ধে যৌন নিপীড়নের অভি্যোগ করে সুপ্ৰিমকোর্টের ২২ জন বিচারপতির কাছে চিঠি লিখেছেন।

‘এই সঙ্কটের মুহূর্তে সিজেআই-র কার্যালয়ের মর্যাদা এবং বিচার ব্যবস্থার স্বাধীনতা রক্ষায় আমরা বিচারপতি গগৈ-এর পাশে রয়েছি বার অ্যাসোসিয়েশনের সভাপতি অতুল চন্দ্ৰ বুড়াগোঁহাই এবং সেক্ৰেটারি জেনারেল বনশ্ৰী গগৈর স্বাক্ষরিত এক বিবৃতিতে একথা জানানো হয়েছে।

মুখ্য বিচারপতি রঞ্জন গগৈ ডিব্ৰুগড় জেলার। ১৯৭৮ সালে তিনি বারে যোগ দেন এবং ২০০১ সালের ২২ ফেব্ৰুয়ারি হাইকোর্টের স্থায়ী বিচারপতি নি্যুক্ত হওয়ার আগে পর্যন্ত গৌহাটি হাইকোর্টেই প্ৰ্যাকটিস করেছেন। গৌহাটি হাইকোর্টের বেশকজন আইনজীবী গগৈয়ের বিরুদ্ধে আনা এই অভিযোগে দুঃখ পেয়েছেন। তাঁরা অভিযোগ করেন,সিজেআই কার্যালয়কে বদনাম করতে এটা একটা গভীর ষড়যন্ত্ৰ ছাড়া কিছু নয়।