সংবাদ শিরোনাম

স্বরাষ্ট্ৰ মন্ত্ৰকের সঙ্গে আলোচনা ইতিবাচকই হয়েছেঃ আলফা

Sentinel Digital Desk

নয়াদিল্লিঃ ভারত সরকার এবং সংযুক্ত মুক্তি বাহিনীর(আলফা)মধ্যে আলোচনা খুব শিগগিরই শেষ হতে পারে বলে আশা করা হচ্ছে। ‘আলোচনা ইতিবাচক দিশায়ই এগোচ্ছে। আশা করছি আমাদের দাবি দাওয়া নিয়ে আলোচনায় দ্ৰুত সমাধানে পৌঁছনো যাবে’। একথা বলেন আলফার সাধারণ সম্পাদক অনুপ চেতিয়া।

চেতিয়া এবং আলফার আলোচনা পন্থী গোষ্ঠীর আরও তিন সদস্য শশধর চৌধুরী,রাজু বরুয়া ও চিত্ৰবন হাজরিকা কেন্দ্ৰীয় স্বরাষ্ট্ৰ মন্ত্ৰকের(এমএইচএ)সঙ্গে মঙ্গলবার আরও এক দফা বৈঠকে মিলিত হয়েছিলেন। ওই বৈঠকে এমএইচএ-র পক্ষ থেকে এবি মাথুর এবং অসম সরকারের তরফ থেকে পল্লব ভট্টাচার্য উপস্থিত ছিলেন। তবে সরকারি পক্ষের কোনও কর্মকর্তা এব্যাপারে নির্দিষ্ট করে কিছু বলেননি। সূত্ৰটি বলেছে,‘আলোচনা সৌহার্দ্য পূর্ণ পরিবেশেই অনুষ্ঠিত হয়েছে। আমরা এমন একটা সমাধান আশা করছি যা সবার কাছেই গ্ৰহণযোগ্য হবে’-বলেন চেতিয়া।