সংবাদ শিরোনাম

সড়ক দুর্ঘটনায় মৃত্যু কর্নাটকের কংগ্ৰেস বিধায়ক নিয়ামাগৌড়া-র

Sentinel Digital Desk

কর্নাটকের কংগ্ৰেস বিধায়ক সিধু বি নিয়ামাগৌড়া সোমবার সকালে বেঙ্গালুরুর কাছে তুলাসিগেরেতে সড়ক দুর্ঘটনায় নিহত হন। জামখান্দির বিধায়ক গোয়া থেকে নিজের কেন্দ্ৰে ফিরছিলেন। ওই সময় দুর্ঘটনাটি ঘটে। মৃত্যুর সময় তাঁর বয়স হয়েছিল ৬৭।