সংবাদ শিরোনাম

২০ জুনের মধ্যে পুরনো শরাইঘাট সেতুর মেরামতি শেষ করার সময় বেঁধে দিলেন সোনোয়াল

Sentinel Digital Desk

গুয়াহাটিঃ রাজ্যের মুখ্যমন্ত্ৰী সর্বানন্দ সোনোয়াল ব্ৰহ্মপুত্ৰের ওপর থাকা পুরনো শরাইঘাট সেতুর মেরামতির কাজ ৩০ এর বদলে ২০ জুনের মধ্যে শেষ করতে রেলওয়ে কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন সোমবার। রেলওয়ে কর্তৃপক্ষ এর আগে ৩০ জুনের মধ্যে সেতু মেরামতির কাজ শেষ করার সময়সীমা ধার্য করেছিল। পুরনো শরাইঘাট সেতুর চলতি মেরামতি কাজের অগ্ৰগতিও খতিয়ে দেখেন মুখ্যমন্ত্ৰী। মেরামতির কাজ খতিয়ে দেখে সোনোয়াল বর্তমানের দু শিফটের পরিবর্তে তিন সিফটে কাজ এগিয়ে নিতে এবং এর জন্য আরও কর্মী নিয়োগ করতে রেল কর্তৃপক্ষকে পরামর্শ দেন। সেতুর কাস্টিঙের কাজ আগামি ১৫ মে-র মধ্যে শেষ করতে বলেন মুখ্যমন্ত্ৰী।

উত্তর পূর্ব সীমান্ত রেলের(এনএফআর)জেনারেল ম্যানেজার সঞ্জীবে রয় মুখ্যমন্ত্ৰীকে জানান,১৯৬৩ সালে সেতুটি মানুষের সেবায় উৎসর্গ করার পর এই প্ৰথমবার বড় ধরনের মেরামতির কাজে হাত দেওয়া হয়েছে। তবে তিনি মুখ্যমন্ত্ৰীকে এই আশ্বাস দিয়েছেন ২০ জুনের মধ্যে মেরামতির কাজ অবশ্যই সম্পূর্ণ করা হবে। রেলওয়ে কর্মকর্তা সেতুর মেরামতির কাজ সম্পর্কে মুখ্যমন্ত্ৰীকে বুঝিয়ে বলেন।

শরাইঘাট সেতু হছে ব্ৰহ্মপুত্ৰের উত্তর ও দক্ষিণ তীরের মানুষের যোগাযোগের ক্ষেত্ৰে জীবনরেখা স্বরূপ। ‘নদীর উভয় তীরের মানুষের যাতায়াত এবং বিনা বাধায় যানবাহন চলাচলের জন্য সেতুর মেরামতি কাজ শীঘ্ৰ শেষ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ’। পুরনো শরাইঘাট সেতুর মেরামতি কাজ পরিদর্শনকালে মুখ্যমন্ত্ৰীর সঙ্গে ছিলেন তাঁর মিডিয়া উপদেষ্টা হৃষিকেশ গোস্বামী।