সংবাদ শিরোনাম

৪০ হাজার ইভিএম ও ভিভিপিএটি-র প্ৰাথমিক পর্যায়ের পরীক্ষা সম্পন্ন

Sentinel Digital Desk

গুয়াহাটিঃ আসছে এপ্ৰিল মাসে রাজ্যে তিন দফায় লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। এই উদ্দেশ্যে রাজস্ব নির্বাচন বিভাগ ইভিএম এবং ভিভিপিএটিগুলি প্ৰার্থমিক পর্যায়ে পরীক্ষা করা সহ সব ধরনের প্ৰস্তুতির কাজ ক্ৰমশ এগিয়ে নিচ্ছে।

রাজ্যের ১৪টি লোকসভা আসনে তিন দফায় অর্থাৎ ১১,১৮ ও ২৩ এপ্ৰিল নির্বাচন হবে। রাজ্য নির্বাচন বিভাগের একটি সূত্ৰ দ্য সেন্টিনেলকে বলেছে,গোটা রাজ্যে প্ৰায় ৪০,০০০ ইভিএম এবং ভিভিপিএটি জেলা প্ৰশাসনের হেফাজতে রয়েছে।

নির্বাচনে কোন কোন প্ৰার্থী প্ৰতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হচ্ছেন তা একবার চূড়ান্ত হয়ে গেলে মিনিয়েচার ব্যালট পেপারগুলিতে প্ৰার্থীর নাম,ছবি এবং প্ৰতীক ইত্যাদি ইভিএম-এ সংস্থাপিত করা হবে। ব্যালট পেপারে প্ৰার্থীদের নাম,ছবি ইত্যাদি সংস্থাপনের পর ইভিএম ও ভিভিপিএটিগুলি দ্বিতীয় দফায় পরীক্ষার কাজ সম্পাদন করা হবে। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার(ইসিআই)নির্দেশিকার অধীনেই চলবে পুরো পরীক্ষা নিরীক্ষা পর্ব। ইভিএম এবং ভিভিপিএটি ইঞ্জিনিয়ার ও বিভিন্ন রাজনৈতিক দলের প্ৰতিনিধিদের উপস্থিতিতে নির্বাচনের সঙ্গে জড়িত কর্মকর্তারাই পরীক্ষা নিরীক্ষার কাজ সম্পাদন করবেন।

রাজ্যের সবকটি ভোটগ্ৰহণ কেন্দ্ৰে এবারই প্ৰথম ভিভিপিএটি চালু করা হচ্ছে। ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে ১০টি বিধানসভা কেন্দ্ৰের পোলিং বুথে ভিভিপিএটি ব্যবহার করা হয়েছিল। ১৪টি লোকসভা আসনের জন্য রাজ্যের ১২৬টি বিধানসভা কেন্দ্ৰে এবার মোট ভোট কেন্দ্ৰ থাকছে ২৮,১৪৩টি। নির্বাচনী বিভাগ সূত্ৰে আরও জানানো হয়েছে যে,১২৬ বিধানসভা কেন্দ্ৰের প্ৰতিটির জন্য ১২৬টি ভিভিপিএটি বাছাই করা হবে লটারির মাধ্যমে এবং সেগুলির স্লিপ সমূহ গোনা হবে ভোট গণনার দিন অর্থাৎ ২৩ মে। ওই সময়ে নির্বাচনী কর্মকর্তারা ভিভিপিএটি স্লিপগুলি ইভিএম-এর ফলাফলের সঙ্গে টেলি করে দেখবেন। ইভিএম ভোটিং ব্যবস্থায় স্বচ্ছতা আনতেই এটা করা হচ্ছে। অতীতে ইভিএম ব্যবস্থায় কারচুপির অভিযোগেই এই ব্যবস্থা হাতে নেওয়া হয়েছে।