নাগরিকত্ব সংশোধনী আইনের (সিএএ)বিরোধিতা করার জন্য সাবধান ইন্ডিয়া থেকে বহিষ্কৃত হলেন সুশান্ত সিং। নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে জোর প্ৰতিবাদ অব্যাহত রয়েছে। অসম তথা উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে দেশের বিভিন্ন প্ৰান্তে চলছে প্ৰতিবাদ। হাজার হাজার মানুষ,বিভিন্ন দল সংগঠন,কলা কুশলী,অভিনেতা-অভিনেত্ৰী নাগরিকত্ব সংশোধনী আইনের(সিএএ)প্ৰতিবাদে পথে নেমে এসেছেন।
অভিনেতা সুশান্ত সিংকে প্ৰকৃত ঘটনার ওপর আধারিত কার্যক্ৰম ‘সাবধান ইন্ডিয়া’ থেকে বহিষ্কার করা হয়েছে সংশোধিত নাগরিকত্ব আইনের বিরোধিতা করার জন্য। অভিনেতা সুশান্ত সিং এই কার্যক্ৰমে ঘটনার বিবরণ দিচ্ছিলেন। জানা গিয়েছে,মুম্বইয়ে অভিনেতা সুশান্ত সিং নাগরিকত্ব সংশোধনী আইন ২০১৯-এর বিরোধিতা করার জন্য তাঁকে সাবধান ইন্ডিয়া থেকে বহিষ্কার করা হয়। অভিনেতা সিং নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে আন্দোলনে যোগ দিয়েছিলেন। যার দরুন তাঁর বিরুদ্ধে এই ব্যবস্থা গ্ৰহণ করা হয়েছে।
অন্যান্য খবরের জন্য পড়ুনঃ আইনি বিয়ে করলেন সৃজিত-মিথিলা,অনুষ্ঠানের এক ঝলক
অধিক খবরের জন্য ভিডিও দেখুন: AJYCP & 30 other organizations launched 'Gana Satyagraha Programme' against CAA in Biswanath