অসমের এনআরসি সমন্বয়ক প্ৰতীক হাজেলাকে মধ্যপ্ৰদেশে বদলি

অসমের এনআরসি সমন্বয়ক প্ৰতীক হাজেলাকে মধ্যপ্ৰদেশে বদলি
Published on

সুপ্ৰিমকোর্ট শুক্ৰবার অসমে রাষ্ট্ৰীয় নাগরিক পঞ্জির(এনআরসি)সমন্বয়ক প্ৰতীক হাজেলাকে দীর্ঘ সময়ের জন্য মধ্যপ্ৰদেশে বদলির নির্দেশ দিয়েছে। অসমে এনআরসি নবায়ন প্ৰক্ৰিয়ায় জড়িতদের মধ্যে হাজেলা অন্যতম।

প্ৰাপ্ত রিপোর্ট অনু্যায়ী,নিরাপত্তাজনিত কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সুপ্ৰিম কোর্টের মুখ্য বিচারপতি(সিজেআই)রঞ্জন গগৈ মধ্যপ্ৰদেশে হাজেলাকে তড়িঘড়ি কেন বদলি করা হলো তার কারণ খোলসা করেননি। সাত দিনের মধ্যেই তাঁর বদলির নির্দেশ কার্যকরী করতে বলা হয়েছে সরকারকে।

তড়িঘড়ি হাজেলাকে বদলির কারণ সম্পর্কে গগৈ পরিষ্কার করে কিছু বলেননি। তবে অনুমান করা হচ্ছে,সম্ভবত হাজেলা প্ৰাণনাশের কোনও হুমকি পেয়েছেন। এনআরসি নিয়ে আজ সুপ্ৰিম কোর্টে শুনানিকালে অ্যাটর্নি জেনারেল কে কে বেণিগোপাল মুখ্য বিচারপতি রঞ্জন গগৈর কাছে হাজেলার বদলির পিছনে প্ৰকৃত কোনও কারণ রয়েছে কিনা তা জানতে চান। হাজেলা সুপ্ৰিমকোর্টে একটি গোপন রিপোর্ট দাখিল করেছিলেন। অনুমান করা হচ্ছে ওই গোপন রিপোর্টে হাজেলা অসম থেকে দূরে কোথাও বদলি চেয়েছেন।

অসমে এনআরসি নবায়নের কাজ শুরু থেকে চূড়ান্ত এনআরসি প্ৰকাশ অবধি হাজেলাকেই হাল ধরতে দেখা গিয়েছে। সুপ্ৰিম কোর্টই ১৯৯৫ ব্যাচের অসম-মেঘালয় ক্যাডারের আইএএস অফিসার হাজেলাকে এনআরসির অসম রাজ্য সমন্বয়ক পদে নিয়োগ করেছিল।

অসমে এনআরসি নবায়নের কাজে হাজেলাই তদারক করেছেন। ২০১৯-এর ৩১ আগস্ট রাজ্যে চূড়ান্ত এনআরসি প্ৰকাশিত হয় এবং চূড়ান্ত এনআরসি থেকে ১৯ লক্ষাধিক লোকের নাম বাদ পড়ে।

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: Couple attacked by a group of Gamblers in Lumding

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com