গুয়াহাটিঃ শুক্ৰবার দুপুর ২.৫২ মিনিট নাগাদ জোরালো ভূমিকম্পের ঝটকায় কেঁপে ওঠে গুয়াহাটি সহ গোটা উত্তর পূর্বাঞ্চল। ভারতীয় আবহাওয়া বিভাগের রিপোর্টে বলা হয়েছে,দুপুর ২.৫২ মিনিটে প্ৰথমবার কম্পনের ঝটকা অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের তীব্ৰতা ছিল ৫.৬। এরপর আরও একবার কম্পন অনুভূত হয়। আইএমডি সূত্ৰ জানিয়েছে,কম্পনের উৎস স্থল অরুণাচল প্ৰদেশের পুব কামেং অঞ্চল থেকে প্ৰায় দশ কিলোমিটার দূরে কোনও এক স্থান। এরপর এদিন বিকেল ৩টা ৪ মিনিটে ফের ভূমিকম্পে কেঁপে ওঠে সমগ্ৰ উত্তর পূর্বাঞ্চল। দ্বিতীয়বার কম্পনের তীব্ৰতা ছিল রিখটার স্কেলে ৩.৮। এই কম্পনের উৎস স্থল অরুণাচল প্ৰদেশের পুব কামেং জেলা।
তবে কম্পনে কোনও স্থান থেকে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। গুয়াহাটিতে কম্পনের জোরালো ঝটকা অনুভূত হয়। অসমের অন্য প্ৰান্তে এবং পুরো উত্তর পূর্বে অনুভূত হয় এই কম্পন।
এরপর আজ বিকেল ৩.২১ মিনিট নাগাদ উত্তর পুবের অন্যান্য স্থানে তৃতীয় বার কম্পনের ঝটকা লাগে। রিখটার স্কেলে এই কম্পনের মাত্ৰা ধরা পড়েছে ৫.২। এই কম্পনের উৎস স্থল অরুণাচল প্ৰদেশের কুরাং কুমে-জেলা থেকে প্ৰায় ৯৫ কিলোমিটার দূরে বলে রিপোর্ট পাওয়া গিয়েছে।
অন্যান্য খবরের জন্য পড়ুনঃ উত্তর পূর্বাঞ্চলে ভূমিকম্প,খোঁজ নিলেন প্ৰধানমন্ত্ৰী