‘আমি মরবো,কিন্তু অসমে সংশোধিত নাগরিকত্ব আইন চাপাতে দেব না,বললেন জুবিন গার্গ

‘আমি মরবো,কিন্তু অসমে সংশোধিত নাগরিকত্ব আইন চাপাতে দেব না,বললেন জুবিন গার্গ
Published on

গুয়াহাটিঃ নাগরিকত্ব সংশোধনী আইন(সিএএ)২০১৯-এর বিরুদ্ধে প্ৰতিবাদ চলার মধ্যেই সংগীত শিল্পী তথা যুব প্ৰজন্মের হার্টথ্ৰব জুবিন গার্গ বলেছেন ‘আমি মরবো’,কিন্তু অসমে নাগরিকত্ব সংশোধনী আইন চাপাতে অনুমতি দেবো না’।

গুয়াহাটির চান্দমারিতে সিএএ-র বিরুদ্ধে প্ৰতিবাদ চলাকালে বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্ৰীয় ও রাজ্য সরকারের সমালোচনা করে জুবিন সাংবাদিকদের বলেন,অসমের মানুষের ‘ব্যথা’ সরকারের বোঝা উচিত।

‘আমি মরবো,কিন্তু অসমে নাগরিকত্ব সংশোধনী আইনকে অনুমতি দেবো না। অসমের মানুষে ‘ব্যথা’ সরকারের বোঝা উচিত। কিন্তু তারা শিশুদের হত্যা করছে’-বলেন জুবিন গার্গ।

জুবিন আরও জানান,অসমের শিল্পী সংস্থা সংশোধিত আইনের বিরুদ্ধে চ্যালেঞ্জ জানাতে সুপ্ৰিম কোর্টের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

‘রাজ্যের সব শিল্পীরা সুপ্ৰিম কোর্টে পিটিশন দাখিল করার প্ৰক্ৰিয়া শুরু করেছেন। ২০২১ সালের নির্বাচনে ভারতীয় জনতা পার্টি আরও ক্ষমতায় ফিরতে পারবে না’-বলেন জুবিন।

এখানে উল্লেখ করা যেতে পারে যে সোমবার গুয়াহাটির চান্দমারিতে জুবিন সহ অন্যান্য শিল্পীরাও সিএএ-র বিরুদ্ধে প্ৰতিবাদে অংশ নেন। সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে প্ৰতিবাদ জানাতে চান্দমারিতে ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউটের খেলার মাঠে শান্তি সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়। জুবিন স্বয়ং অনুষ্ঠানে বেশকটি সংগীত পরিবেশন করেন। সারা অসম ছাত্ৰ সংস্থার(আসু)সমর্থনে এই প্ৰতিবাদ সভার আয়োজন করা হয়েছিল।

অধিক খবরের জন্য ভিডিও দেখুন: RD Junior College Students Stage Massive Protest against CAB

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com