ইটানগরঃ অরুণাচল প্ৰদেশের মুখ্যমন্ত্ৰী পেমা খান্ডু রাজ্যে বাঁশ ভিত্তিক শিল্প স্থাপনে আগ্ৰহী। স্থানীয় যুবকরা যাতে জীবননির্বাহে রোজগার করতে পারে তারজন্য তাদের উৎসাহিত করতেই খান্ডু বাঁশ ভিত্তিক শিল্প স্থাপন করতে চান।