অসম-অরুণাচল সীমান্তে সংঘর্ষে হত এনএসসিএন জঙ্গি

অসম-অরুণাচল সীমান্তে সংঘর্ষে হত এনএসসিএন জঙ্গি
Published on

জয়সাগরঃ চড়াইদেউ জেলার অসম-অরুণাচল সীমান্তের লংডিং লিকনু গ্ৰামে রবিবার রাতে আসাম রাইফেলসের সঙ্গে গোলাগুলিতে এক এনএসসিএন জঙ্গি মারা গেছে। গোপন সূত্ৰে খবর পেয়ে আসাম রাইফেলসের জওয়ানরা অভিযানে নামলে জঙ্গিরা গুলি চালায়। জওয়ানদের পাল্টা গুলিতে প্যাং গেং জুনচা নামের জঙ্গিটি মারা যায়।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com