অসমের ছয় জনগোষ্ঠীর উপজাতির মর্যাদা নিয়ে ত্ৰিপাক্ষিক বৈঠক নিষ্ফলা

অসমের ছয় জনগোষ্ঠীর উপজাতির মর্যাদা নিয়ে ত্ৰিপাক্ষিক বৈঠক নিষ্ফলা
Published on

অসমের ছয় জনগোষ্ঠীকে উপজাতির স্বীকৃতি দেওয়ার দাবি নিয়ে শুক্ৰবার দিল্লিতে স্বরাষ্ট্ৰমন্ত্ৰকের কর্তাদের সঙ্গে ত্ৰিপাক্ষিক গুরুত্বপূর্ণ আলোচনা নিষ্ফলা শেষ হলো। ছয় জনগোষ্ঠীর নেতারা কেন্দ্ৰের বিরুদ্ধে অনীহার অভিযোগ এনে অসন্তোষ ব্যক্ত করেন। স্বরাষ্ট্ৰ প্ৰতিমন্ত্ৰী কিরেন রিজিজু অবশ্য বলেছেন,কেন্দ্ৰ বিষয়টিতে খুবই গুরুত্ব দিচ্ছে। ‘উপজাতির স্বীকৃতি দানে দেরি হলেও আমরা এই বিষয়টির যাবতীয় দিক খতিয়ে দেখছি’-বলেন রিজিজু। আন্দোলনকারী ছয় জনগোষ্ঠী হল মরান,মটক,কোচ রাজবংশী,তাই আহোম,চুটিয়া ও চা উপজাতি। জনগোষ্ঠীয় নেতাদের অভিযোগ,কেন্দ্ৰ ইচ্ছাকৃতভাবেই স্বীকৃতি দিতে দেরি করছে।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com