আইআরসিটিসি কেলেংকারি মামলায় রাবড়ি ও পুত্ৰ তেজস্বীর জামিন মঞ্জুর

আইআরসিটিসি কেলেংকারি মামলায় রাবড়ি ও পুত্ৰ তেজস্বীর জামিন মঞ্জুর
Published on

দিল্লির পাতিয়ালা হাউস কোর্ট ২০০৬ সালের ইন্ডিয়ান রেলওয়েজ ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন(আইআরসিটিসি)কেলেংকারি মামলা নিয়ে শুক্ৰবার বিহারের প্ৰাক্তন মুখ্যমন্ত্ৰী এবং আরজেডি সুপ্ৰিমো লালু প্ৰসাদ যাদবের স্ত্ৰী রাবড়ি দেবী এবং পুত্ৰ তেজস্বী যাদবের জামিন মঞ্জুর করেছে। গতকাল প্যারলের সময় পেরিয়ে যাওয়ার পর লালুপ্ৰসাদ যাদব আদালতে আত্মসমর্পণের পরপরই রাবড়ি ও তাঁর পুত্ৰের জামিন মঞ্জুর করা হয়। রাবড়ি দেবী এবং পুত্ৰ তেজস্বী বৃহস্পতিবার সকালে একসঙ্গে কোর্টে পৌঁছন। কোর্টের মতে,অভিযুক্তদের ব্যক্তিগত বন্ড এবং প্ৰত্যেকের ক্ষেত্ৰে ১ লক্ষ টাকা করে সিওরিটি অ্যামাউন্ট ধার্য হওয়ার পর কোর্ট তাদের জামিন মঞ্জুর করে। সিবিআই কোর্ট লালু প্ৰসাদের বিরুদ্ধেও ৬ অক্টোবর হাজির হওয়ার জন্য একটি প্ৰোডাকশন ওয়ারেণ্ট ইস্যু করে। লালু আজ কোর্টে হাজির হতে পারেননি। তিনি রাঁচি জেলে রয়েছেন পশুখাদ্য কেলেংকারিতে দোষী সাব্যস্ত হওয়ার পরিপ্ৰেক্ষিতে। কোর্ট এই মামলা নিয়ে অন্যান্য ১২ জনকে ডেকেছিল এবং এতে লালু প্ৰসাদের নামও অন্তর্ভুক্ত ছিল। বিহারের প্ৰাক্তন মুখ্যমন্ত্ৰী এবং তাঁর পরিবার অবৈধভাবে রেলের হোটেল লিজে দেওয়ার দায়ে অভিযুক্ত হয়েছিলেন। কংগ্ৰেস আমলে লালুপ্ৰসাদ রেলমন্ত্ৰী থাকাকালে এই ঘটনা ঘটেছিল।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com