আজ পূর্ণগ্ৰাস চন্দ্ৰগ্ৰহণ। রাত ১১টা ৫৪ মিনিটে গ্ৰহণ শুরু হবে এবং শেষ হবে মাঝ রাত ১টায়। এই মহাজাগতিক দৃশ্য দেখার জন্য গুয়াহাটি তারামণ্ডল সন্ধ্যা ৬.৩০ থেকে ৭.৩০ মিনিট পর্যন্ত বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে। একবিংশ শতাব্দীতে সময়ের হিসেবে এটাই দীর্ঘদিন চন্দ্ৰগ্ৰহণ।
গ্ৰহণের মোট স্থায়িত্বকাল ১ঘন্টা ৪৫ মিনিট। গ্ৰহণের সময় চাঁদকে তাম্ৰ ও লাল বর্ণে দেখা যাবে। লালগ্ৰহ মঙ্গলকে দেখা যাবে সূর্য ও পৃথিবীর বিপরীত দিকে। আবহাওয়া অনুকূলে থাকলে অসম,উত্তরপূর্বাঞ্চল সহ গোটা দেশ এই মহাজাগতিক দৃশ্যের সাক্ষী হতে পারবে।