আফগানিস্তানে পথের পাশে বোমা বিস্ফোরণে হত কমপক্ষে ৮,আহত ৪০

আফগানিস্তানে পথের পাশে বোমা বিস্ফোরণে হত কমপক্ষে ৮,আহত ৪০
Published on

পশ্চিম আফগানিস্তানে মঙ্গলবার পথের পাশে একটি শক্তিশালী বোমা বিস্ফোরণে কাবুলগামী একটি যাত্ৰী বাসের কমপক্ষেও ৮ জন নিহত ও অন্যান্য ৪০ জন আহত হন। প্ৰাদেশিক সরকারের মুখপাত্ৰ নাসের মেহরি বলেন,ফারাহ প্ৰদেশের বালাবালুক জেলায় আজ সকালে বিস্ফোরণটি ঘটে।

ফারাহ প্ৰদেশের পুলিশ মুখপাত্ৰ মুহিবুল্লা মুহিব বলেন,নিরাপত্তা বাহিনীকে টার্গেট করে সম্ভবত তালিবান সন্ত্ৰাসীরা বোমাটি পথের পাশে পেতে রেখেছিল। কিন্তু দুর্ভাগ্যবশত যাত্ৰীবাহী বাসটি বিস্ফোরণের শিকার হয়। তালিবানরা এই বিস্ফোরণের নেপথ্যে কিনা সেটা নিশ্চিত নয় যদিও আফগানিস্তানের বৃহত্তম এই জঙ্গি দলটি খুবই সক্ৰিয় এই প্ৰদেশে।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com