আর্থিক তছরুপে অভিযুক্ত ২৮ জন ভারতীয় ব্যবসায়ী দেশের বাইরে বসবাস করছেনঃ সিবিআই

আর্থিক তছরুপে অভিযুক্ত ২৮ জন ভারতীয় ব্যবসায়ী দেশের বাইরে বসবাস করছেনঃ সিবিআই
Published on

সিবিআই এবং ইডি আর্থিক নয়ছয় ও অন্যান্য অপরাধের ঘটনায় অভিযুক্ত ৬ মহিলা সহ ২৮ জন পলাতক ভারতীয়কে দেশে ফিরিয়ে আনার আইনি অভিযানে নেমেছে। আর্থিক তছরুপ সহ বিভিন্ন ঘটনায় অভিযুক্ত এই সব ব্যক্তিরা ২০১৫ সাল থেকে বিদেশে পালিয়ে বেড়াচ্ছেন। গত ২৫ জুলাই কেন্দ্ৰীয় বিদেশ প্ৰতিমন্ত্ৰী জেনারেল(অবসরপ্ৰাপ্ত)ভি কে সিং এসম্পর্কে লোকসভায় একটি রিপোর্ট পেশ করেন। ওই রিপোর্টে সব পলাতক অভিযুক্তের নাম উল্লেখ করা হয়েছে। ২৮ জন পলাতক ব্যক্তির ২৩টি মামলা দেখছে সিবিআই এবং ১৩টি মামলা দেখভালের দায়িত্ব রয়েছে ইডি-র হাতে। আর্থিক তছরুপে অভিযুক্তদের তালিকায় আছেন লিকার ব্যারন বিজয় মালিয়া,মেহুল চোকসি,নীরব মোদি,যতিন মেহতা,আশিস জবানপুত্ৰ,চেতন জয়ন্তীলাল সন্দেসারা,নীতিন জয়ন্তীলাল সন্দেসারা এবং দীপ্তিবেন চেতন কুমার সন্দেসারা।

ভারতীয় কোঙ্কনি ব্যবসায়ী বিজয় ভিট্টল মালিয়া ২০১২ সাল থেকে আর্থিক কেলেংকারিতে জড়িত। ১৭টি ভারতীয় ব্যাংক থেকে ৯হাজার কোটি টাকা ঋণ নিয়ে ২০১৬-র ২ মার্চ তিনি ভারত ছাড়েন।

ভারতীয় মূলের আরও এক ব্যবসায়ী গীতাঞ্জলি গ্ৰুপের মেহুল চোকসি ২০১৩ সালে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক ও স্টক মার্কেট জালিয়াতির ঘটনায় অভিযুক্ত। তার বিরুদ্ধে গ্ৰেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল। পিএনবি জালিয়াতি মামলায় অভিযুক্ত হিরের ব্যবসায়ী নীরব মোদি ২০১৮ সাল থেকে পলাতক রয়েছেন। তিনি বর্তমানে ইউকে-তে আছেন এবং ব্ৰিটেনে রাজনৈতিক আশ্ৰয়ের জন্য আবেদন করেছেন বলে রিপোর্টে প্ৰকাশ।

উইনডম ডায়মন্ডস-এর প্ৰমোটার যতিন মেহতা ২০১০-১২ সালে বিভিন্ন রাষ্ট্ৰায়ত্ত ব্যাংক থেকে ৫ হাজার কোটিরও বেশি টাকা ঋণ নিয়ে আজ অবধি শোধ করেননি। উল্টে পালিয়ে বেড়াচ্ছেন। কোটি কোটি টাকা ঋণ ও জালিয়াতির অভিযোগ রয়েছে অন্যান্যদের বিরুদ্ধেও।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com