আলফা(আই)বিদ্ৰোহী আটক

আলফা(আই)বিদ্ৰোহী আটক
Published on

ডিব্ৰুগড়ঃ রাজপুতনা রাইফেলসের জওয়ানরা গত ২১মে এক অভিযান চালিয়ে আলফার(আই)এক কট্টর বিদ্ৰোহীকে আটক করে। অভিযুক্তকে গণেশ গগৈ ওরফে অজয় গগৈ বলে শনাক্ত করা হয়েছে। তাঁর বাড়ি চাবুয়ায়। গগৈর কাছ থেকে .২২ এমএম পিস্তল ও ম্যাগজিন উদ্ধার করেছে সেনা। তাকে চাবুয়া পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com