আলফায় নিযুক্ত চার তরুণকে উদ্ধার করল সেনা

আলফায় নিযুক্ত চার তরুণকে উদ্ধার করল সেনা
Published on

গুয়াহাটিঃ বিশ্বস্ত সূত্ৰে পাওয়া এক খবরের ভিত্তিতে অভিযানে নেমে সেনাবাহিনীর দাও ডিভিশন চারটি তরুণকে উদ্ধার করেছে। এই চার কিশোরকে আলফায়(আই)নিয়োগ করা হয়েছিল। এই ঘটনায় সংগঠনের তিনজন লিংকম্যান মণিকান্ত মরান,বিমান মরান,মিলন মরানকে কাকপথারের কাছে বরালিগাঁও থেকে গ্ৰেপ্তার করা হয়। ধৃতদের কাকপথার পুলিশের হাতে সমঝে দিয়েছে সেনারা।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com