ইন্দোনেশিয়ায় প্ৰলয় কম্পনে নিহত ৯১,আহত দুই শতাধিক

ইন্দোনেশিয়ায় প্ৰলয় কম্পনে নিহত ৯১,আহত দুই শতাধিক
Published on

ইন্দোনেশিয়ায় রবিবার সন্ধ্যায় প্ৰলয় ভূকম্পনে কমপক্ষে ৯১ জন মারা গেছেন। আহত হয়েছেন ২০০ জনেরও বেশি। রিখটার স্কেলে কম্পনের মাত্ৰা ছিল ৭.০। বালি এবং লম্বক রিজর্ট দ্বীপে কম্পনের ভয়াবহতা তীব্ৰ ছিল। ইন্দোনেশিয়ার জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা বোর্ডের মুখপাত্ৰ পুরো নুগরোহ জানান,ভূমিকম্পের জন্য ২০ হাজার মানুষকে স্থানান্তর করা হয়েছে এবং সোমবার তাদের সরকারি আশ্ৰয়ে রাখা হয়েছে।

বিধ্বংসী কম্পনে সহস্ৰাধিক বিল্ডিঙের ক্ষতি হয়। বহু বাড়ি সমূলে ভেঙে পড়ে। রবিবারের কম্পনের পর বিধ্বস্ত অঞ্চলগুলি কমপক্ষে আরও বারোবার কেঁপে ওঠে। উদ্ধারকারীরা ধ্বংস স্তূপ সারাই ও মৃতদেহ উদ্ধারের কাজে নেমেছেন। বালিতে কম্পনের স্থায়িত্ব ছিল কয়েক সেকেন্ড।

এর আগে গত ২৯ জুলাইয়ে লম্বকে ভূমিকম্পে মারা গিয়েছিলেন ১৭ জন। আহতদের সংখ্যা ছিল ১৬০। বর্তমানে লম্বক ও বালির রাস্তাঘাট ধ্বংস স্তূপে ঢেকে আছে। ইন্দোনেশিয়া ভূমিকম্প প্ৰবণ অঞ্চল কারণ এই অঞ্চলটি পড়েছে ফায়ার রিঙে। যার দরুন এখানে ঘনঘন কম্পন ও আগ্নেয়গিরির উদগীরণ হয়ে থাকে।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com