
সারা দেশে গণপিটুনির ঘটনা প্ৰতিরোধ করার যখন চেষ্টা চলছে সে সময় দেশের কোথাও না কোথাও এজাতীয় হৃদয় বিদারক ঘটনা ঘটেই চলেছে। গণপিটুনিতে নিহত যুবকটির কী দোষ ছিল তা এখনও প্ৰমাণিত হয়নি। নিহত যুবকের সঙ্গে থাকা অন্য দুই ব্যক্তি পালিয়ে গিয়ে নিজেদের প্ৰাণ বাঁচাতে সক্ষম হয়। এই ঘটনায় পুলিশ কয়েকজনকে গ্ৰেপ্তার করলেও থারইজান এলাকায় স্থানীয় লোকেরা থানা আক্ৰমণ করে ধৃতদের নিঃশর্তে মুক্তি দেওয়ার দাবিতে পরিস্থিতি উত্তাল করে তোলে। প্ৰতিবাদকারীরা ওই এলাকায় সংঘর্ষ বাধানোর আশঙ্কা করছে পুলিশ।