
গুয়াহাটিঃ বিভিন্ন ইসলামিক সন্ত্ৰাসী সংগঠনের কার্যকলাপ সারা দেশে নিষিদ্ধ ঘোষিত হওয়া সত্ত্বেও অসম ক্ৰমশ ইসলামিক জঙ্গি কার্যকলাপের বিচরণ ক্ষেত্ৰ হয়ে উঠছে। বাস্তব রিপোর্ট এবং অভ্যন্তরীণ তদন্তের রিপোর্টগুলি খতিয়ে দেখলে বুঝতে অসুবিধা হয় না যে আন্তর্জাতিক ক্ষেত্ৰে সংযোগ থাকা হিজবুল মুজাহিদিন ও লস্কর-ই-তৈয়বার মতো সংগঠনগুলি রোহিঙ্গা মুসলিম এবং অসমের এনআরসি ইস্যু নিয়ে রাজ্যে হাওয়া গরম করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
সম্প্ৰতি হোজাইয়ের হিজবুল জঙ্গি কামারুজ্জামানকে কানপুর থেকে গ্ৰেপ্তার করা হয়। কামারুজ্জামানের পর আরও কয়েকজনকে রাজ্য থেকে গ্ৰেপ্তার করা হয়েছে। উত্তর প্ৰদেশ পুলিশের সন্ত্ৰাস বিরোধী স্কোয়াড(এটিএস)-এর একটি দল অসমের হোজাই জেলায় ঘাঁটি গেড়ে অসম পুলিশের সঙ্গে জঙ্গি আস্তানা খুঁজতে যৌথভাবে কাজ করছে। ওদিকে ইনটেন বলেছে,রাজ্যে পাক জঙ্গিরাও ক্ৰমশ সক্ৰিয় হয়ে উঠছে।