এনআরসি ইস্যুতে রাজনৈতিক রং চড়াবেন না,বিরোধীদের বললেন রাজনাথ

এনআরসি ইস্যুতে রাজনৈতিক রং চড়াবেন না,বিরোধীদের বললেন রাজনাথ
Published on

নয়াদিল্লিঃ অসমে সোমবার প্ৰকাশিত জাতীয় নাগরিক পঞ্জির(এনআরসি)খসড়াটি চূড়ান্ত তালিকা নয়। তাই এনিয়ে আতঙ্ক সৃষ্টির কোনও কারণ নেই। ইস্যুটিতে অযথা রাজনৈতিক রং না চড়াতে বিরোধীদের আহ্বান জানানোর সময় স্বরাষ্ট্ৰমন্ত্ৰী রাজনাথ সিং লোকসভায় কথাগুলি বলেন। সিং আশ্বস্ত করে বলেন,সম্পূর্ণ খসড়ায় যাদের নাম অন্তর্ভুক্ত হয়নি তারা নাগরিকত্ব প্ৰমাণের সুযোগ পাবেন। সুপ্ৰিমকোর্টের তত্ত্বাবধানেই এনআরসির কাজ হয়েছে,এতে কেন্দ্ৰের কোনও হাত নেই।

রাজনাথ এক বিবৃতিতে বলেন,‘আমি এই প্ৰসঙ্গে গুরুত্ব দিতে বলতে চাই যে,এই তালিকা একটা খসড়া মাত্ৰ,চূড়ান্ত এনআরসি নয়। নাম ছুটদের বিরুদ্ধে কোনও ধরনের কঠোর পদক্ষেপ গ্ৰহণের প্ৰশ্নই আসে না। কেউ যদি এই খসড়ায় সন্তুষ্ট না হন তাহলে সংশ্লিষ্ট ব্যক্তি আইনি বিধি ব্যবস্থা অনুযায়ী ওজর আপত্তি জানানোর সুযোগ পাবেন এবং বিদেশি ট্ৰাইবুনালে নিষ্পত্তির পরই চূড়ান্ত এনআরসি প্ৰকাশিত হবে’। কিছু লোক অযথা ভীতির পরিবেশ সৃষ্টির চেষ্টা করছে। আমি সবাইকে আশ্বস্ত করছি ভয় বা আশঙ্কার কোনও কারণ নেই।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com