এনআরসি নবায়ন প্ৰক্ৰিয়া খতিয়ে দেখবেন দুই কেন্দ্ৰীয় কর্মকর্তা

এনআরসি নবায়ন প্ৰক্ৰিয়া খতিয়ে দেখবেন দুই কেন্দ্ৰীয় কর্মকর্তা
Published on

নয়াদিল্লিঃ এনআরসির দ্বিতীয় খসড়া প্ৰকাশের বড়জোর দুসপ্তাহ বাকি। তাই সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখতে দিল্লি থেকে উত্তরপুরের দায়িত্ব প্ৰাপ্ত স্বরাষ্ট্ৰ বিভাগের যুগ্ম সচিব সত্যেন্দ্ৰ গার্গ ও দেশের রেজিস্ট্ৰার জেনারেল শৈলেশ এই দুই বরিষ্ঠ কর্মকর্তা অসমে আসছেন। কংগ্ৰেস বিধান পরিষদের একটি প্ৰতিনিধিদল মঙ্গলবার স্বরাষ্ট্ৰমন্ত্ৰী রাজনাথ সিঙের কাছে এনআরসি কর্তৃপক্ষের অসঙ্গতিপূর্ণ কাজ কর্মের অভিযোগ তোলেন। এরপরই সমগ্ৰ বিষয়টি খতিয়ে দেখতে রাজনাথ এই দুই কেন্দ্ৰীয় কর্মকর্তাকে রাজ্যে পাঠানোর নির্দেশ দেন।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com