নিষিদ্ধ সংগঠন সংযুক্ত মুক্তি বাহিনী অসম(স্বাধীন)এর কমান্ডার ইন চিফ পরেশ বরুয়ার নাম জাতীয় নাগরিক পঞ্জি(এনআরসি)সম্পূর্ণ খসড়ায় অন্তর্ভুক্ত হয়েছে। তবে বাদ পড়েছে বরুয়ার স্ত্ৰী ববি ভুঁইয়া বরুয়া এবং দুই পুত্ৰ অঙ্কুর ও আকাশ-এর নাম। পরিবারের লোকেদের দাবি কিছু নথিপত্ৰ খোয়া গেছে।
প্ৰাপ্ত রিপোর্টে প্ৰকাশ,পরিবারের লোকেরা তালিকায় দেখেছেন,সম্পূর্ণ খসড়ায় পরেশ বরুয়ার ছবি,জন্ম স্থান ডিব্ৰুগড় জেলার চকলিভরিয়া গ্ৰাম(যা জেরাইগাঁও নামে পরিচিত)এবং জন্মের তারিখ ১৯৫৭-র ১৫ ফেব্ৰুয়ারির স্পষ্ট উল্লেখ রয়েছে। সম্পূর্ণ খসড়ায় বরুয়ার পরিবারের অন্যান্য পাঁচ সদস্য অর্থাৎ তাঁর প্ৰয়াত মা মিলিকি বরুয়া,ভাই বিকুল বরুয়া,বৌদি রেনু বরুয়া,ভাইঝি ডিম্পি বরুয়া ও ভাইপো সুকল্প বরুয়ার নাম অন্তর্ভুক্ত হয়েছে।