এনআরসিঃ কেন্দ্ৰ ভোটের রাজনীতি করছে,বললেন মমতা

এনআরসিঃ কেন্দ্ৰ ভোটের রাজনীতি করছে,বললেন মমতা
Published on

কলকাতাঃ অসমে জাতীয় নাগরিক পঞ্জির(এনআরসি)সম্পূর্ণ খসড়া থেকে ৪০ লক্ষেরও বেশি লোকের নাম বাদ পড়ায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্ৰী মমতা ব্যানার্জি কেন্দ্ৰীয় সরকারের সমালোচনা করেন। তাঁর অভিযোগ,মোদি সরকার ভোটের রাজনীতি করছে। অসমে এনআরসি-র সম্পূর্ণ খসড়ায় ২,৮৯,৮৩,৬৭৭ জন লোকের নাম অন্তর্ভুক্ত হয়েছে। খসড়া থেকে বাদ পড়েছেন ৪০,০৭,৭০৭ জন,তাদের নথিতে কিছু গোলোযোগ থাকায়।

আধারকার্ড,ভোটার পরিচয়পত্ৰ ও অন্যান্য নথি থাকা সত্বেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সন্তুষ্ট না হওয়ায় তাদের নাম ছেঁটে দেওয়া হয়েছে বলে মমতা অভিযোগ করেন। অসমে এনআরসি-র ফলে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের ওপর চাপ বাড়বে বলে তাঁর আশঙ্কা। আরও অভিযোগ,মোদি সরকার জোর করে মানুষ উচ্ছেদ করতে চাইছে। বলেন,বৈধ নথি থাকা সত্বেও ৪০ লক্ষের বেশি লোকের নাম এনআরসি থেকে ছাঁটা হয়েছে। তিনি দিল্লিতে স্বরাষ্ট্ৰমন্ত্ৰীর কাছে বিষয়টি তুলবেন।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com