এশিয়ান গেমসের জেভেলিন থ্ৰোতে সোনা জিতলেন ভারতের নীরজ চোপড়া

এশিয়ান গেমসের জেভেলিন থ্ৰোতে সোনা জিতলেন ভারতের নীরজ চোপড়া
Published on

ইন্দোনেশিয়ার জাকার্তায় অষ্টাদশ এশিয়ান গেমসের জেভেলিন থ্ৰোতে ভারতের নীরজ চোপড়া আজ অন্যান্য প্ৰতিদ্বন্দ্বীদের পেছনে ফেলে সোনা জিতে নেন। এই নিয়ে ভারতের সোনার সংখ্যা দাঁড়াল ৮-এ। নীরজ ৮৮.০৬ মিটার দূরে জেভেলিন নিক্ষেপ করে সোনা জয় নিশ্চিত করেন। এরআগে কমনওয়েলথ গেমসেও সোনা জিতেছিলেন নীরজ। এশিয়ান গেমসে ভারত এপর্যন্ত ৮টি সোনা,১১টি রুপো ও ব্ৰোঞ্জ সহ ৩৯টি পদক দখল করেছে। দেশবাসী সোনা জয়ের জন্য নীরজকে অভিনন্দন জানিয়েছেন।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com