এয়ারসেল-ম্যাক্সিস চুক্তিতে দুর্নীতির মামলায় প্ৰাক্তন অর্থমন্ত্ৰী পি চিদম্বরম ও তাঁর ছেলে কার্তিকে চার্জশিট দিল কেন্দ্ৰীয় তদন্ত ব্যুরো(সিবিআই)। বৃহস্পতিবার এখানে বিশেষ আদালতে সিবিআই চার্জশিট দাখিল করে। চার্জশিটে চিদম্বরম ও তাঁর ছেলে কার্তিকে এই মামলায় অভিযুক্ত হিসেবে দেখানো হয়েছে। অভিযোগ করা হয়েছে,চিদম্বরমের বিদেশি বিনিয়োগে ৬০০ কোটি টাকা অনুমোদনের ক্ষমতা ছিল কিন্তু তিনি ৩২০০ কোটি টাকা বিনিয়োগের ছাড়পত্ৰ দিয়েছিলেন সিসিইএকে না জানিয়ে। চিদম্বরম,কার্তি ছাড়াও আরও ১৬ জনের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে সিবিআই। ৩১ জুলাই এবিষয়ে শুনানি হবে।