ওয়র্ল্ড বক্সিং চ্যাম্পিয়নশিপে ষষ্ঠবার সোনা জিতলেন মেরিকম

ওয়র্ল্ড বক্সিং চ্যাম্পিয়নশিপে ষষ্ঠবার সোনা জিতলেন মেরিকম
Published on

নয়াদিল্লিঃ পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নশিপে মণিপুর তনয়া মেরিকম আজ ইউক্ৰেনের প্ৰতিদ্বন্দ্বী হান্না ওখহাতাকে ৫-০ হারিয়ে ওয়র্ল্ড বক্সিং চ্যাম্পিয়নশিপের ৪৮ কেজি বিভাগে প্ৰত্যাশানু্যায়ী সোনা জেতেন। এই নিয়ে বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে ষষ্ঠবার সোনা জিতলেন তিনি। আজ নতুনদিল্লিতে এআইবিএ মহিলা বক্সিং চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত প্ৰতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। লড়াই শেষে মেরিকম বলেন,‘সবার আগে আমি আমার বন্ধুদের ধন্যবাদ জানাতে চাই। তাঁরা আমার লড়াই দেখতে এসেছেন। আমি কিছু আবেগিকও হয়ে পড়ি। যেহেতু আমি জানি অলিম্পিক গেমস কোনও ক্যাটেগরি নেই। তবে আপনাদের ভালবাসা ও সমর্থনের জোরে আমি ২০২০-র টোকিও অলিম্পিকের জন্য কোয়ালিফাই করতে পেরেছি। চার বছর আগে আমি কোয়ালিফাই করতে পারিনি। আমি এখনও ওয়েট নিয়ে ভুগছি’।

মেরি আরও বলেন,‘আপনাদের ভালবাসা ও সমর্থনের জন্য আবারও ধন্যবাদ জানাচ্ছি। দেশকে সোনা এনে দেওয়া ছাড়া আমার দেবার মতো কিছু নেই। ২০২০-তে সোনা জেতাই আমার স্বপ্ন আর স্বপ্নই আমায় তাড়িয়ে বেড়াচ্ছে’।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com