করিমগঞ্জে মাদক পাচারকারী আটক

করিমগঞ্জে মাদক পাচারকারী আটক
Published on

করিমগঞ্জ জেলার পাথারকান্দি থানার অধীন ভারত-বাংলাদেশ সীমান্তের ঝড়লা গ্ৰামের স্থানীয় মানুষ এক কুখ্যাত ড্ৰাগস ব্যবসায়ীকে আটক করেছেন। ধৃত ড্ৰাগস ব্যবসায়ীর নাম আবুল হুসেন বলে জানা গিয়েছে। আবুল ওই অঞ্চলে বহুদিন থেকে মাদক দ্ৰব্যের রমরমা ব্যবসা চালিয়ে আসছিল। স্থানীয় মানুষ শুক্ৰবার রাতে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী ব্যক্তিটিকে আটক করে উত্তম মাধ্যম দিয়ে পুলিশের হাতে সমঝে দেন। ড্ৰাগস ব্যবসায়ীর কাছ থেকে ২২ কৌটো অবৈধ ব্ৰাউন সুগার বাজেয়াপ্ত করা হয়েছে। আরও তথ্য জানার জন্য পুলিশ আবুলকে জেরা চালিয়ে যাচ্ছে।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com