
কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালের একটি বিল্ডিঙে আজ সকালে আগুন লাগার প্ৰায় সঙ্গে সঙ্গেই আনুমানিক ২৫০ জন রোগীকে নিরাপদ আস্তানায় সরিয়ে নেওয়া হয়। সকাল সাড়ে সাতটা নাগাদ হাসপাতালের ফার্মাসি থেকে আগুনের সূত্ৰপাত ঘটে। আগুন বড় আকার ধারণ করলেও কোনও মৃত্যুর খবর পাওয়া যায়নি। আগুন লাগতেই হাসপাতালের কর্মী ও রোগীর আত্মীয় স্বজনরা ছুটে বেরিয়ে আসেন হাসপাতালের গেটের কাছে।
প্ৰচার মাধ্যমের খবর অনু্যায়ী,ফার্মাসিতে ওষুধ কিনতে ব্যস্ত রোগীর আত্মীয় স্বজনরা হঠাৎ ধোঁয়া নির্গত হতে দেখেন। কিছুক্ষণ পর আগুন নেভাতে ছুটে আসে দমকলবাহিনী। তবে কেউ আহত বা আটকা পড়েননি। বহু রোগীকে সময়মতো সরিয়ে নেওয়া হয়। আতঙ্কিত স্টাফ ও কর্মীরা ওয়ার্ড ছেড়ে বেরিয়ে আসেন। আগুন নেভাতে নামে দশটি দমকল। আগুন লাগার কারণ জানা যায়নি।
কলকাতা পুলিশের দুর্যোগ ব্যবস্থাপনা দল,অগ্নি নির্বাপক কর্মী ও বরিষ্ঠ সরকারি কর্মকর্তারা সময়মতোই ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখেন। তবে আগুন নিচের তলায়ই সীমাবদ্ধ ছিল-বলেন শোভনবাবু
উল্লেখ্য,২০১১ সালের ডিসেম্বরে কলকাতার এএমআরআই হাসপাতালে আগুন লেগে ৯২ জন লোকের মৃত্যু হয়েছিল।