কারগিল বিজয় দিবস,শহিদ বীর সেনাদের প্ৰতি রাষ্ট্ৰের শ্ৰদ্ধা

কারগিল বিজয় দিবস,শহিদ বীর সেনাদের প্ৰতি রাষ্ট্ৰের শ্ৰদ্ধা
Published on

কারগিল লড়াইয়ে বিজয়ী বীর শহিদ সেনাদের প্ৰতি শ্ৰদ্ধা জানাতে প্ৰতিবছর ২৬ জুলাই কারগিল বিজয় দিবস পালন করা হয়ে থাকে। ১৯৯৯ সালে এই দিনে পাকিস্তানের বিরুদ্ধে লড়াইয়ে জয়ধ্বজা উড়িয়েছিল ভারতের বীর সেনারা। ‘অপারেশন বিজয়’ সফল হওয়ার পর এই দিনটিকে কারগিল বিজয় দিবস হিসেবে নামকরণ করা হয়। প্ৰকৃত নিয়ন্ত্ৰণ রেখা ডিঙিয়ে পাক সেনারা জম্মু-কাশ্মীরের দুর্গম উঁচু স্থানে ভারতীয় চৌকি দখল করে রেখেছিল। ভারতীয় সেনার ওই পোস্ট দখল মুক্ত করতে তিন মাস সময় নেয়। প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্ৰ মোদি কারগিল যুদ্ধের বীর শহিদদের প্ৰতি শ্ৰদ্ধা জানিয়ে টুইট করেন,ভারত যে সুরক্ষিত আমাদের বীর সেনারা তাই সুনিশ্চিত করেছেন এবং যারা আমাদের শান্তি বিঘ্নিত করার চেষ্টা করেছে তাদের যোগ্য জবাব দিয়েছেন।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com