কেন্দ্ৰীয় মন্ত্ৰী এইচএন অনন্ত কুমারের জীবনাবসান

কেন্দ্ৰীয় মন্ত্ৰী এইচএন অনন্ত কুমারের জীবনাবসান
Published on

গুয়াহাটিঃ সংসদ বিষয়ক,সার ও কেন্দ্ৰীয় রসায়ন দপ্তরের মন্ত্ৰী এইচএন অনন্ত কুমার সোমবার সকালে বেঙ্গালুরুর একটি বেসরকারি হাসপাতালে মারা গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৯ বছর। ফুসফুলে ক্যান্সার রোগে ভুগছিলেন তিনি। বিজেপি-র একজন বরিষ্ঠ নেতা অনন্ত কুমার দক্ষিণ বেঙ্গালুরু লোকসভা আসন থেকে ছয়বার সাংসদ হিসেবে নির্বাচিত হয়েছিলেন। ১৯৯৬ সাল থেকে ওই কেন্দ্ৰের প্ৰতিনিধিত্ব করে আসছিলেন তিনি। কুমার আরএসএস-এর একজন সক্ৰিয় সদস্য ছিলেন। দেশে জরুরি অবস্থা চলাকালে তাঁকে গ্ৰেপ্তার করা হয়েছিল। শ্ৰীলঙ্কার ক্যান্সার হাসপাতাল ও রিসার্স সেন্টারের কর্তৃপক্ষ জানিয়েছেন,কুমার ক্যান্সারের বিরুদ্ধে যথেষ্ট লড়েছেন। কিন্তু কাল রোগ শরীরের অন্যান্য অঙ্গে ছড়িয়ে পড়ায় অবশেষে তাঁকে মৃত্যুবরণ করতে হয়। স্ত্ৰী তেজস্বিনী এবং দুই কন্যাকে রেখে গেছেন তিনি।

তাঁর মৃত্যুতে শ্ৰদ্ধা জানাতে কর্নাটক সরকার আজ রাজ্যের স্কুল,কলেজ ছুটি ঘোষণা করেছে। কুমারের অন্ত্যেষ্টি আগামিকাল সম্পন্ন করা হবে। প্ৰয়াত নেতার প্ৰতি মানুষ যাতে অন্তিম শ্ৰদ্ধা জানাতে পারেন তারজন্য তাঁর মৃতদেহ বাসভানগুড়ির ন্যাশনাল কলেজ গ্ৰাউন্ডে শায়িত রাখা হয়েছে। প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্ৰ মোদি তাঁর প্ৰতি শ্ৰদ্ধা জানাতে অন্ত্যেষ্টি অনুষ্ঠানে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com