কেন্দ্ৰীয় স্বাস্থ্যমন্ত্ৰক বেশকিছু জনপ্ৰিয় ওষুধ এবং অন্যান্য ৩২৮ ধরনের ওষুধ নিষিদ্ধ করল

কেন্দ্ৰীয় স্বাস্থ্যমন্ত্ৰক বেশকিছু জনপ্ৰিয় ওষুধ এবং অন্যান্য ৩২৮ ধরনের ওষুধ নিষিদ্ধ করল
Published on

কেন্দ্ৰীয় স্বাস্থ্য মন্ত্ৰক বেশকিছু জনপ্ৰিয় ওষুধ এবং ৩২৮ ধরনের ফিক্সড ডোজ কম্বিনেশনস(এফডিসিএস)ওষুধের বিক্ৰি ও বণ্টন নিষিদ্ধ ঘোষণা করেছে। এই সব জনপ্ৰিয় ও অধিক বিক্ৰি হওয়া ওষুধের তালিকায় আছে পেইনকিলার স্যারিডন,ত্বকের ওষুধ পেনড্ৰাম,অ্যান্টিবায়োটিক লুপিডিক্লক্স,ডায়াবেটিজের গ্লুকোনর্ম পিজি এবং অ্যান্টিব্যাক্টেরিয়াল ট্যাক্সিম এ জেড। এই নতুন ঘোষণার ফলে ওষুধগুলির উৎপাদনকারী এবং মন্ত্ৰকের মধ্যে দীর্ঘদিন ধরে চলা লড়াইয়ের অবসান ঘটলো। এই ‘অযৌক্তিক’ ও ‘অনিরাপদ’ ওষুধগুলি ২০১৬ থেকে নিষিদ্ধ করায় উৎপানকারী ও মন্ত্ৰকের মধ্যে একটা অঘোষিত লড়াই চলছিল। অন্যদিকে অন্যান্য কিছু ওষুধ যেমন ফ্যান্সিডিল,কফ লিক্কটাস,ডি কোল্ড টোটাল এবং কোরেক্স কফ সিরাপ নিষিদ্ধ ঘোষণার আওতা থেকে ছাড় পেয়েছে।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com